মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় সালেক সর্দার (৫৫) নামে এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার শ্রীকোল ইউনিয়নের দোসতিনা গ্রামের বড়বিলা মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ছোনগাছা-দোসতিনা গ্রামের হারেজ মণ্ডলকে সালেক সর্দারের লোকজন কুপিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনার জেরে হারেজ মণ্ডলের লোকজন ছোনগাছা-দোসতিনা গ্রামের পাশে বড়বিলা মাঠে সালেক সর্দারকে একা পেয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।