করেসপন্ডেন্ট:আমের পচন রোধে মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার গ্রামেরস একটি বাগান থেকে আম কিনে সেখানেই বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে প্যাকেটজাত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেলে এ অভিযান চালানো হয়। এসময় কেমিক্যাল মেশানো ২০ মন আম জব্দ করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আওলাদ হোসেন বাংলানিউজকে জানান, হাট শ্রীকোল গ্রামের আম ব্যাবসায়ী আমীর বিশ্বাস আমলসার গ্রামের ছিরু মিয়া নামে এক ব্যাক্তির বাগান থেকে আম কিনে সেখান থেকেই বিষাক্ত ওষুধ মিশিয়ে প্যাকেটজাত করছিল। এ সংবাদের ভিত্তিতে মাগুরার নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা সেখানে উপস্থিত হয়ে ওষুধ মেশানো ২০ মন জব্দ করেন।
এসময় উপস্থিত প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও হাতেনাতে প্রমাণের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত ব্যাবসায়ী আমীর বিশ্বাসকে ৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।