মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার সোনাতুন্দী মদিনাতুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসার ও এতিমখানার উদ্যোগে ১১তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বাদ আসর হতে গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক প্রকৌশলী আলহাজ্ব মুন্সী মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কোরআন মুফতি নাঈমুজ্জামান সিদ্দিকী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব কাজী হাফিজুর রহমান।
মাহফিলে দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কুরআন হাফেজ মাওলানা মুফতি আব্দুল হক কাইয়ুবী, বিশেষ বক্তা হিসাবে ওয়াজ করেন বড়ইচারা বাস স্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী মাওলানা শামসুল হক বেলালী ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, সদস্য মো. ওলিয়ার রহমান প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনাতুন্দী ৫ টি মসজিদের ইমাম ও খতিবসহ স্থানীয় আলেম উলামাগণসহ অত্র এলাকার ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। মাহফিলে মহিলাদের উপস্থিতি ছিল চোঁখে পড়ার মত।
সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. আব্দুল্লাহ।
মাহফিল সঞ্চালনা করেন সাবেক ব্যবসায়ী ও মাদ্রাসা কমিটির সদস্য মো. আবেদ আলী।
মাদ্রাসার পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান হয়। এছাড়া মাদ্রাসার তিন জন কোনআনে হাফেজকে পাগড়ি পড়িয়ে দেন।
Like this:
Like Loading...