শালিখায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লেগে বসত ঘর পুড়ে ভস্মীভূত, নিহত ১

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে  সুমন কর্মকার (৪০) নামের একজন নিহত ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে  শালিখা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (১৩ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার আড়পাড়া (কালিগঞ্জ রোডে) এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত হন- ওই এলাকার মৃত  দিলিপ কর্মকারের ছেলে সুমন কর্মকার (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান প্রায় সাত বছর যাবত অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী  ছিলেন সুমন কর্মকার।  একমাত্র তার মা তাকে সেবা করত।আজ সকাল সাড়ে ৯টায় এলাকার লোকজনের চিৎকারে আমরা এগিয়ে ঘরে আগুন লাগা দেখতে পাই। তখন সবাই আগুন নিভানোর চেস্টা করে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং আগুনে ভষ্মীভুত সুমনের মরদেহ উদ্ধার করে।
শালিখা ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারিং ইন্সপেক্টর সঞ্জয় কুমার দেবনাথ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার পর দ্রুত ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই প্যারালাইসডের রোগী সুমন আগুনে পুড়ে যায় এবং ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনিকা রানী কর্মকার ঘটনাস্হল পরিদর্শন করেন।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া জানান, লাশ ময়নাতদন্তর জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
%d bloggers like this: