আজ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫ ইং
loading....
শিরোনাম:
- শালিখায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- মাগুরায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দুই ভাই আটক
- শালিখায় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- ব্যক্তিগত জায়গা বুঝে না দেওয়ায় সড়ক নির্মাণ কাজ বন্ধ, চরম ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা
- শালিখায় ভিডব্লিউবির চাল বিতরণ
- শ্রীপুরে রায়চরণ ক্রিকেট একাডেমীর বয়স ভিত্তিক বাছাই পর্বের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ
- শ্রীপুরে পোনামাছ অবমুক্তকরণ
- শ্রীপুরে আদিবাসী ফোরামের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
- শ্রীপুরে মাছের সাথে শত্রুতা, দুই লক্ষাধিক টাকার ক্ষতি
- শ্রীপুরে যাত্রীবেশে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
মাগুরায় বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক সাগর (৩০) নিহত হয়েছেন। নিহত সাগর সদর উপজেলা গৌরিচরনপুর গ্রামের আওয়াল মোল্ল্যার ছেলে।
অপরদিকে একই দুঘটনায় বিকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেশমা খাতুন (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
নিহত রেশমা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের দোড়ামতনা গ্রামের আনিসুর রহমানের স্ত্রী।
আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন তানিয়া (২০), সোহাগ (২৭), সামসুল (৩৪) এবং সামিহা (৩০)।
রোববার (১৩ জুলাই) সকালে মাগুরা সদর উপজেলার রামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে মাগুরা এবং ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে মাগুরার আলমখালী বাজার থেকে যাত্রী নিয়ে একটি ভ্যান ঝিনাইদহের হাটগোপালপুর বাজারে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের রামনগর এলাকার ঢালব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেনলাইন পরিবহনের একটি বাস ভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দেয়।
সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে উল্টে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ভ্যানচালক মাগুরা সদর উপজেলার গৌরিচরণপুর গ্রামের সাগর হোসেন মারা যান।
খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। মহাসড়কের গর্ত এড়িয়ে ভ্যানটি রাস্তার মাঝে চলে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ।
মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের এসআই মাহাবুব হোসেন বলেন, সকালে মেহেরপুর থেকে যাত্রীবাহী গোন্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকার উদ্দ্যেশে ছেড়ে আসে। পথিমধ্যে মাগুরা-ঝিনাইদহ সড়কের রামনগর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত ভ্যানটিকে ধাক্কা দেয়।
এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে মাগুরা ও ঝিনাইদহ হাসপাতালে পাঠায়। এ দুর্ঘটনায় বাসটিকে উদ্ধারের চেষ্টা বলছে।