ফসলের সাথে এ কেমন শত্রুতা!

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের ফসল নষ্টের অভিযোগ উঠেছে রাশেদুল ইসলাম নামে অপর কৃষকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই কৃষক উপজেলার গয়েশপুর ইউনিয়নের চতুড়িয়া পূর্বপাড়া গ্রামের দুলু জোয়ার্দারের ছেলে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মিজানুর রহমান ও সুমন আহম্মেদ। তারা একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সোমবার দিবাগত রাতে রোপনকৃত পেঁয়াজের চারা, মুড়িকাটা পেঁয়াজ ও রসুন ক্ষেত নষ্ট করার এই ঘটনা ঘটে। এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।
ক্ষতিগ্রস্ত কৃষক মিজানুর রহমান ও তার ছোট ভাই সুমন আহম্মেদ বলেন, পূর্ব শত্রুতার জেরে রাশেদুল ইসলাম আমাদের পেঁয়াজের দানা, মুড়িকাটা পেঁয়াজ ও রসুন কিটনাশক দিয়ে মেরে ফেলেছে। মোট ৩৫ শতক জমির সব নষ্ট হয়ে গেছে। আমরা এখন পেঁয়াজ লাগাবো কিভাবে? এ ঘটনার সঠিক বিচার চাই।
অভিযুক্ত রাশেদুল ইসলাম বলেন, আমি এখানে নতুন বাড়ি করেছি। আমি এ মাঠে শ্যালো মেশিনে পানি দেয় এবং টিলারে জমি চাষ করি। যার মধ্যে নিজের জমিও আছে, অন্যের জমিও আছে। শুনছি তাদের জমিতে কে কা কারা ঔষধ দিয়ে পেঁয়াজের দানা নষ্ট করে দিয়েছে। আমার নামে তারা অভিযোগ করছে। আমি তো জানি না। কিডা দেছে না দেছে আল্লাহপাকই জানে।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া বলেন, পেঁয়াজের ক্ষেত নষ্ট করার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
%d bloggers like this: