হাতের ওপর ভেসে উঠবে স্মার্টঘড়ির নোটিফিকেশন

হাতের ওপর ভেসে উঠবে স্মার্টঘড়ির নোটিফিকেশন
হাতের ওপর ভেসে উঠবে স্মার্টঘড়ির নোটিফিকেশন

স্মার্টঘড়ির নোটিফিকেশন হাতের ওপর ভেসে উঠবে রিস্টব্যান্ড ডিভাইসের মাধ্যমে। সম্প্রতি এরকম একটি প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে একটি প্রতিষ্ঠান। রিস্টব্যান্ড ডিভাইসটির নাম হবে ‘রিটট’। এটি এখনও একটি ধারণামাত্র। নির্মাতা প্রতিষ্ঠানের

দাবি, রিটট-ই হবে বিশ্বের প্রথম প্রজেকশন ঘড়ি। প্রকল্পটির জন্য ক্রাউডফান্ডিং সাইট ইন্ডিগোগোর সহায়তায় প্রায় ৩ লাখ ৭৫ হাজার ডলার অনুদান সংগ্রহ করেছে রিটটের নির্মাতা প্রতিষ্ঠান।

তথ্য মতে, রিটট একটি পিকো প্রজেক্টরের সাহায্যে হাতের ওপরের অংশে আলো ফেলে স্মার্টফোনে আসা ইমেইল, টেঙ্ট মেসেজ, ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভর নোটিফিকেশন দেখাবে। ডিজিটাল ঘড়িও থাকবে রিটট ডিভাইসে।

এক্ষেত্রে স্মার্টফোনের সঙ্গে ডিভাইসটি যুক্ত করে নিলে প্রথমে ব্যবহারকারী ভাইব্রেশন অনুভব করবেন এবং তার পরপরই হাতে ভেসে উঠবে নোটিফিকেশন।

এ ছাড়াও ব্যবহারকারী চাইলে ডিভাইসটির মাধ্যমে ২০টি ভিন্ন রঙে নোটিফিকেশন দেখতে পারবেন। ইউনিসেঙ্ ও অ্যালুমিনিয়াম এ দুটি মডেলের কালো, সাদা, লাল, সবুজ, নীল ও হলুদ রিটট ব্রেসলেট ২০১৫ সালের শুরুতে রফতানি শুরু হবে বলেই জানা গেছে।

আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ তিন ধরনের স্মার্টফোনের সঙ্গেই সংযুক্ত করা যাবে এটি। ডিভাইসের দুটি মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ১২০ ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
%d bloggers like this: