মাগুরানিউজ.কম: মিরপুর স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ চলাকালীন অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী শিশিরকে উত্ত্যক্ত করা মামলায় গ্রেফতার রাহিদ রহমানকে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার আসামি রাহিদ রহমানকে ঢাকার সিএমএম আদালতে পাঠিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।
অপরদিকে তার জামিনের আবেদন করেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।
শুনানি শেষে ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল ১০ হাজার টাকার মুচলেকায় এ জামিন মঞ্জুর করেন।
গত ১৫ জুন শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে সাকিবের স্ত্রীকে টিজ করেন রাহিদ।
ঘটনার পর ১৬ জুন সাকিব বাদী হয়ে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাহিদ রহমান (২৩) নামের ওই যুবককে তার বনানী ১০ নম্বর রোডের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। তার বাবার নাম বজলুর রহমান। পেশায় তিনি একজন ব্যবসায়ী।