আজ রবিবার, মার্চ ২৩, ২০২৫ ইং
loading....
শিরোনাম:
- মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন
- শিশু আছিয়ার বাড়িতে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন
- ফেসবুকে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- তারেক রহমানের ঈদ উপহার আছিয়ার বাড়িতে
- ন্যায় বিচারের নামে কারো প্রতি জুলুম হবে না, জালেম ও এখন থেকে রেহাই পাবে না - ডা. শফিকুর রহমান
- শালিখায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
- ধর্ষনের শিকার হয়ে মৃত স্কুল ছাত্রীকে মাগুরায় গ্রামে দাফন নোমানী ময়দানে নামাজে জানাযা অনুষ্ঠিত
- শ্রীপুরের বিভিন্ন মসজিদে শিশু আছিয়ার সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত
- শ্রীপুরে আই বি ডব্লিউ ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- বিএনপির যত নেতাকর্মীরা আছেন, তারা সবাই শিশুটির পাশে থাকবেন ফোনালাপে তারেক রহমান
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত ৮৭ ফাউন্ডেশন এর উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় সম্মেলন কক্ষে এ বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে ৮৭ ফাউন্ডেশনের উদ্যোগে ৩৪ জন এবং ফাউন্ডেশনের বিশেষ ব্যক্তির উদ্যোগে ১০ জনসহ উপজেলার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৪ জন শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তির টাকা প্রদান করা হয়।
৮৭ ফাউন্ডেশনের আহ্বায়ক মোল্লা আনিচুর রহমান পিন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মৃত্যুঞ্জয় কুমার ঘোষ।
৮৭ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোল্লা আতিয়ার রহমানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ৮৭ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী ডা. মো. সাইফুল ইসলাম মৃধা।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, ৮৭ ফাউন্ডেশনের সাবেক সভাপতি ও শ্রীপুর মহিলা কলেজের অধ্যক্ষ শেখ মইদুল ইসলাম, খামারপাড়া এসআই আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাওসার উদ্দিন, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অনন্ত কুমার বিশ্বাস, এজেড উবাইদুল্লাহ, বিশিষ্ট সাংবাদিক মো. সাইফুল্লাহ, এছাড় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন প্রভাকর প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাট দাখিল মাদ্রাসার সুপার মো. নুরুদ্দিন মৃধা, শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সবুজ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৪-২৫ সালের জন্য মৃত্যঞ্জয় কুমার ঘোষকে সভাপতি ও আমির হামজা মোল্যাকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক সামাজিক সংগঠন ৮৭ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মো. সাইফুল ইসলাম মৃধা জানান, আমরা উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী শিক্ষার্থীকে প্রতি ৩ মাস অন্তর বৃত্তির টাকা প্রদান করে থাকি। তাছাড়াও অসচ্ছল সদস্যদের সন্তানদের লেখাপড়ার সার্বিক সহযোগিতা, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের ফরম ফিলাপের জন্য বিশেষ অর্থ প্রদান, জেলার বিভিন্ন এলাকায় অক্সিজেন সেবা ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় রোগীদের জন্য আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকি। এছাড়া এ বছর সংগঠনের পক্ষ থেকে যাকাতের ১ লাখ ৩০ হাজার ৭’শ ৪২ টাকা প্রদান করা হয়েছে।