মাগুরানিউজ.কম:
সোমবার দুপুরে শ্রীপুর বিআরডিবি অফিস মিলনায়তনে আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট শ্রীপুর মুক্তাঞ্চল দিবসের প্রস্তুতি সভায় শ্রীপুর উপজেলার সদর ইউনিয়নের ৪ শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
অনুষ্ঠানে শ্রীপুর সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা মনোয়ার হোসেনের নেতৃত্বে ২ শতাধিক ও ৫ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা সুমন হোসেনের নেতৃত্বে ২ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন বলে জানা গেছে।
এছাড়া সভায় জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন ও ২১ আগস্ট শ্রীপুর মুক্তঞ্চাল দিবস পালন উপলক্ষে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধ মেলা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
প্রস্তুতি সভায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমাউন-উর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরল মোল্যা, শ্রীকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া, গয়েশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম ও আওয়ামী লীগ নেতা হিমাংশু শেখর রায়সহ ৮টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক।