শ্রীপুরে ‘মানব উন্নয়ন সংসদে’র আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে মানব উন্নয়ন সংসদ তারাউজিয়াল’ এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সাচিলাপুর-তারাউজিয়াল কালী মন্দিরের পশ্চিম পার্শ্বে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল সাহা, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. পান্না খাতুন, সব্দালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলাম সমির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ওপর বাংলার প্রখ্যাত নাট্যকর শ্রী নির্মল কুমার মুখোপাধ্যায় বিরচিত, মানব উন্নয়ন সংসদ প্রযোজিত ও সংগঠনটির সভাপতি ড. মুসাফির নজরুল নির্দেশিত নাটক ‘জেল থেকে বলছি’ মঞ্চস্থ হয়। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া নাটক দেখতে কয়েক হাজার নাট্যমোদী দর্শক উপস্থিত হয়ে নাটকটিকে আরো প্রানবন্ত করে তোলেন। দূর-দূরান্ত থেকে আগত দর্শকদের মনের খোঁড়াক জোগাতে নাট্য শিল্পীরা মঞ্চে তাদের অভিনয় দক্ষতা প্রদর্শন করেন।
এর আগে উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টু’র সঞ্চালনায় ও সংগঠনটির সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম মিন্টু’র তত্বাবধানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
March ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

March ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: