মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় গরু চুরির হিড়িক পড়েছে। বোরো চাষের সময় এসেছে। কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় দিনই কৃষকের ঘোয়াল ঘর থেকে গরু চুরি হচ্ছে।
অত্যাধিক শীতের কারনেও গৃহস্থ সজাগ না থাকায় বৃদ্ধি পেয়েছে গরু চুরি।
সাধারন জনতা জানান, এলাকায় অত্যাধিক হারে মাদক সেবিদের সংখ্যা বেড়ে গেছে। তাই রহস্যজনক হারে চুরির ঘটনা বাড়ছে। জনতা প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছে।