মাগুরানিউজ.কমঃ
মঙ্গলবার বিকেলে শ্রীপুর এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শ্রীপুর সদর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর সদর ইউনিয়ন পুলিশিং কমিটির আহবায়ক ও চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শাহ্ মোঃ আওলাদ হোসেন ।
শ্রীপুর থানার সেকেন্ড অফিসার এস,আই মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাকোল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহাজাহান মিয়া,প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল,সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু,ইউপি সদস্য আঃ মালেক,সিরাজুল ইসলাম টোকন,বজলুর রহমান,রায় হিমাংশু শেখর রায়,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইকরাম আলীসহ আরও অনেকে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়ন পুলিশিং কমিটির সদস্য-সদস্যা,ইউপি সদস্য,সাংবাদিক ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্তরের অসংখ্য গন্যমান্য ব্যক্তিবর্গ । কমিউনিটি পুলিশিং কি ?,এবং এর কাজ কি বিষয় নিয়ে বিষদ আলোচনা করেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ও শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শাহ্ মোঃ আওলাদ হোসেন ।