মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রির্টানিং অফিসার হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গনি দায়িত্ব পালন করেন ।
নির্বাচনে মো. আকরাম হোসেন ১৬৫ ভোট পেয়ে প্রথম, কামাল মৃধা ১৬৪ ভোট পেয়ে দ্বিতীয়, আলীম শেখ ১৫৩ ভোট পেয়ে তৃতীয় ও জাফর শেখ ১৪৬ ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করে বিজয়ী হয়েছেন। নির্বাচনে মোট ৩৪৭ ভোটারদের মধ্যে ২৯৮ ভোটার তাদের ভোট প্রদান করেন।