মাগুরানিউজ.কমঃ
৫ নভেম্বর বাজারে এসেছে ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকারের আত্মজীবনী প্লেয়িং ইট মাই ওয়ে। দেড় লাখ শব্দের এই আত্মজীবনী লিখতে সাড়ে তিন বছরের অধিক সময় লেগেছে। শচীনের আত্মজীবনিতে এমন অন্তত ২০০ ঘটনা আছে যা আগে কখনো কেউ জানত না। এ ছাড়া শচীনের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে অনেক কথাই লিখেছেন বইতে। কি আছে শচীনের আত্মজীবনিতে? চলুন অল্প বিস্তর জেনে নেয়া যাক।
সূচিপত্রতে রয়েছে অঞ্জলির সঙ্গে শচীনের বিয়ের বিষয়টি। তার অধিনায়কত্ব নিয়ে সমস্যার বিষয়গুলো। ম্যাচ পাতানোর বিষয়ে সোজাসাপ্টা কথাবার্তা। যখন শচীনের সময় ভালো যাচ্ছিল না, তখন শচীন খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন। সেটা নিয়ে রয়েছে ‘এন্ডুলকার’।
বিশ্বকাপ ২০১১ নিয়ে রয়েছে। যেটা জিতে তিনি তার ক্যারিয়ারের পূর্ণতা দিয়েছেন। একজন ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ সীমায় পৌঁছেছেন। একটা বিষয় আছে তার আবাস, প্রর্ত্যাবর্তন ও বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হওয়া নিয়ে। সেঞ্চুরির সেঞ্চুরি ও ক্রিকেট থেকে তার অবসর নেওয়া নিয়ে।
কোচ গ্রেগ চ্যাপেলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে রয়েছে কিছু বিতর্কিত ঘটনা। আজহার উদ্দিনের সঙ্গে তার সম্পর্ক। রাহুল দ্রাবিড়ের সিদ্ধান্ত নিয়ে তার প্রতিক্রীয়া। আরো কয়েকজনের সমালোচনা করার বিষয়টিও রয়েছে।
ড্রেসিং রুম পলিটিক্স ও সহকর্মীদের বিষয় নিয়ে লিখেছেন। অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে সমালোচনা করেছেন। এই সমস্ত কিছুই রয়েছে শচীনের আত্মজীবনিতে।
এ ছাড়াও বইটিতে এমন অন্তত ২০০ ঘটনার কথা আছে, যেটা মানুষ আগে কখনোই জানত না।