মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
সদর উপজেলার লক্ষিপুর বাজার মাধ্যমিক বিদ্যালয় ও ৩৩ নং লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে তিনদিন ব্যাপি ৬১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ তিনদিন ব্যাপি অনুষ্ঠানের আজ শেষ দিন রবিবার সোমবার দিনব্যাপি লক্ষিপুর বাজার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের সভাপতি মোঃ সুজন হোসেন মোল্যা৷ এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়কমোঃ আলী আহমেদ৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম, সাবেক সভাপতি মাগুরা জেলা মহিলা দল সামসুন নাহার, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুজ্জামান খান, জামায়াতে ইসলামী আমির অধ্যাপক মোঃ ফারুক হোসেন, জেলা যুবদলের সদস্য শরফুদ্দীন আহমেদ রাজা, জেলা যুদলের সহ কোষাধ্যক্ষ মোঃ আবু রেজা মিলন প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস প্রমূখ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি শিক্ষক সঞ্জয় কুমার বিশ্বাস৷ অনুষ্ঠানে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এতে সংগীত পরিবেশ করেন কালিবাড়ী ববি সংগীত একাডেমীর শিল্পী ও উক্তবিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ৷