মাগুরানিউজ.কমঃ
স্প্যানিশ লা লিগার খেলায় আজ শনিবার বাংলাদেশ সময় রাত একটায় সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে একটি মাইলফলক স্পর্শ করবেন সার্জিও রামোস। ট্রিপল সেঞ্চুরি করবেন তিনি! অর্থাৎ আজকের এই ম্যাচ খেললেই রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় ৩০০ ম্যাচ খেলার কীর্তি গড়বেন রামোস।
এর আগে রিয়ালের ৬ জন ডিফেন্ডার ৩০০ ম্যাচ খেলেন। তারা হলেন- ম্যানোলো সানচেজ, ফার্নান্দো হেইরো, হোসে অ্যান্টেনিও কামাসো, রবার্তো কার্লোস, চেন্দো ও জর্জিও বেনিতো। ২০০৫ সালে সেল্টা ভিগোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক ঘটে রামোসের।
এই ক্লাবের হয়ে ৯টি বছর খেলেছেন তিনি। এর মধ্যে ২৯৯টি ম্যাচে নিজের নামে যোগ করেছেন ৩৮টি গোল।