নিউজ ডেস্কঃবিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ।
১২ জুন থেকে ব্রাজিলে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্ব। ১৩ জুলাই রিও দে জেনেইরোতে হবে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা।
মঙ্গলবার দিল্লির ব্রাজিল দূতাবাস এনডিটিভিকে জানিয়েছে, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যান্য নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ।
“ব্রিকস”র এক শীর্ষ বৈঠকের তারিখের সঙ্গে সঙ্গতি রেখে এই আমন্ত্রণ জানানো হয়েছে। বিশ্বকাপ ফাইনালের দুদিন পর ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকস’র (বিআরআইসিএস) ওই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে শীর্ষ সম্মেলন শুরু হওয়ার দিন দুই আগে বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য মোদি ব্রাজিলে যাবেন কিনা তা শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি।
৩২ জাতির অংশগ্রহণে চলতি বছরের সবচেয়ে বড় খেলার আসর বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্টেডিয়ামে উপস্থিত থাকার বিষয়ে অন্যান্য কয়েকটি দেশের নেতা সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।