মাগুরানিউজ.কমঃ
ঈদুল আজহার দিনে মাগুরার শ্রীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন। কোরবানির গোশত নিয়ে বাড়ি ফেরার পথে রজব আলী (৪৫) নামে এক পথচারী মোটরসাইকেল চাপায় নিহত হন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওলাদ হোসেন জানান, সোমবার বিকেল ৪টার দিকে কোরবানির গোশত নিয়ে রজব আলী কচুয়া গ্রামের নিজ বাড়িতে ফিরছিল। রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।