বিশ্বকাপ ফুটবল-২০১৪-এর গ্রুপ ‘এফ’এর শেষ খেলায় মেসির জোড়া গোলে নাইজেরিয়ার বিপক্ষে ৩-২ গোলে জয় পায় আর্জেন্টিনা। বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় পোর্তো আলেগ্রেতে এ খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচ শুরুর ৩ মিনিটেই মেসির দুর্দান্ত এক শটে পরাস্ত করে
গোলকিপারকে। পরবর্তীতে প্রথমার্ধের ৪৫ মিনিট খেলার পর অতিরিক্ত ইনজুরি টাইমে ফ্রিকিক থেকে গোল পায় মেসি। এরপর ৫০ মিনিটের সময় দলের পক্ষে তৃতীয় গোল করে মার্কোস রোজো।
কিন্তু আর্জেন্টিনার প্রথম গোলের এক মিনিট না পেরুতেই পরিশোধ করেছে নাইজেরিয়ান মুসা। এরপর ৪৭ মিনিটের সময় আবার গোল পায় মুসা।
আর্জেন্টিনা পর পর দুই ম্যাচে জয় নিয়ে নক আউট পর্ব নিশ্চিত করেছে। অপরদিকে ম্যাচটিতে ড্র করতে পারলেই নক আউট পর্ব নিশ্চিত হয়ে যাবে নাইজেরিয়ার। তবে তারা হারলে গ্রুপ পবের্র অপর ম্যাচটির দিকে তাকিয়ে থাকতে হবে নাইজেরিয়দের।