মাগুরানিউজ.কমঃ
দুর্গাপূজা মন্দিরে ডিউটি দেয়ার কথা বলে প্রায় ৩ শতাধিক আনসার সদস্যের কাছ থেকে ২ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে এক আনসার ভিডিপি কর্মকর্তা। এ বিষয়ে সোমবার জেলা আনসার অ্যাডজুটেন্ট কার্যালয়ে অভিযোগ দিয়েছেন আনসার সদস্যরা।
ধলহরা গ্রামের লুৎফর রহমান, সোহাগ হোসেন, বরই গ্রামের আব্দুর রহমান, কড়চাডাঙ্গা গ্রামের লিটন মোল্যাসহ অনেকে জানান, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর উপজেলা কমান্ডার একলাছ হোসেন পূজায় ডিউটি দেবার কথা বলে ৩ শতাধিক মানুষের কাছ থেকে মাথা পিছু ৪০০ থেকে ৬০০ টাকা হারে ঘুষ নেয়। কিন্তু অফিসে ডিউটি বণ্টনের সময় তারা তাদের নাম দেখতে না পেয়ে এখলাছ হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে কোন সদুত্তর না দিয়ে সে পালিয়ে যায়।
এ বিষয়ে সদর উজেলা আনসার কর্মকর্তা হাতেম আলী বলেন, আমি ঘটনা সম্পর্কে অবগত হয়ে এখলাছকে সংবাদ দিয়েছি। তার কাছে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে ব্যবস্থা নেয়া হবে।
অভিযুক্ত কমান্ডার একলাছ হোসেন বলেন, ‘তারা তালিকা পূরণের পর আমার সাথে যোগাযোগ করেছিল। টাকা নেয়ার কোন ঘটনা ঘটেনি।’