মাগুরানিউজ.কমঃ
মাগুরায় ১২১ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার ও হেয়ারিং এইড।মাগুরা জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জেলার ৪ উপজেলার প্রতিবন্ধীদের মধ্যে ৮৭ জনকে হুইল চেয়ার ও ৩৪ জনকে হেয়ারিং এইড বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ সিরাজুল আকবর এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্থানীয় মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি। সেখানে বক্তব্য রাখেন- সমাজ সেবক আলী আকতার দুখু, সংস্থার কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ।