মাগুরানিউজ.কমঃ
পুলিশের হস্তক্ষেপে মাগুরার শ্রীপুর উপজেলার গয়েসপুর ইউনিয়নের সভাসদডাঙা গ্রামে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে স্কুলছাত্রী বিথী খাতুন। বিথী কালিনগর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
আজ বিকালে পুলিশ উপজেলার গয়েসপুর ইউনিয়নের সভাসদডাঙা গ্রামে গিয়ে এ বিয়ে বন্ধ করে দেয়।
শ্রীপুর থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন বলেন, গয়েসপুর ইউনিয়নের সভাসদডাঙা গ্রামের মনোয়ার হোসেনর স্কুলপড়ুয়া মেয়ে বিথীর সঙ্গে মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামের রবিউল হোসেনের ছেলে সুমনের বিয়ের আয়োজন চলছিল। কমিউনিটি পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এ বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।