মাগুরানিউজ.কমঃ
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসীসহ ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মাগুরা পুলিশ সুপার জিহাদুল কবির জানান, শনিবার দিবাগত রাতে এবং রোববার দুপুর ১২টা পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলায় ছয়জনকে এবং জিআর ও সিআর মামলার আসামিসহ ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে শহরের নতুন বাজার এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী চাদাঁবাজ একাধিক মামলার আসামি শিশির কুমার এবং নিজনান্দুয়ালী এলাকার রুবেল হোসেনকে মাগুরা থানা পুলিশ গ্রেফতার করেছে।
মাগুরার সদর থানায় ১৫ জন, শ্রীপুর থানায় ৮ জন, মহম্মদপুর থানায় ১৭ জন এবং শালিখা থানায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।