মাগুরানিউজ.কম:
মাগুরা সদর উপজেলার দোয়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এরা হলেন- মো. সোবহান শেখ(৩৫) ও ফুল মিয়া শেখ (৫২)।
সোমবার বিকেল ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. সেলিনা বানু এ আদেশ দেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রেজাউল ইসলাম জানান, বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা বানুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের দোয়ারপাড় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. সোবহান শেখ ও ফুল মিয়া শেখকে আটক করেন।
এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি ও স্থানীয়দের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওই দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। সন্ধ্যায় তাদের জেলে পাঠানো হয়েছে।