মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার খর্দ্দফুলবাড়ি গ্রাম থেকে আলী করিম (৩৫) নামের এক ডাকাতকে মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ।আলী করিম মহম্মদপুর উপজেলার বাওইজানী গ্রামের মৃত ওসমান আলী খার ছেলে।
রোববার গভীর রাতে খর্দ্দফুলবাড়ি গ্রামের মাহামুদ মিয়ার বাড়ির গ্রিল কেটে ৮-১০ জন ডাকাত ঢোকে। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে যান। তারা চিৎকার করলে পালানোর সময় টিউবওয়েলে ধাক্কা খেয়ে ডাকাত আলী করিম আহত হয়ে ঝোপের মধ্যে লুকিয়ে থাকে। এ সময় তার সঙ্গীরা পালিয়ে যান।
বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন তাকে পাকড়াও করে। পরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ডাকাতদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া ডাকাতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।