মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখায় গ্রামবাংলা (থ্রি-হুইলার) ও নসিমনের সংঘর্ষে সোহরাব মণ্ডল (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
আজ সকালে উপজেলার বলাই নাঘোষা গ্রামে আড়পাড়া-সিংড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহরাব উপজেলার নিত্যানন্দি গ্রামের মোহর আলী মণ্ডলের ছেলে।
শালিখা থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, সকাল ১০টার দিকে বলাই নাঘোষা এলাকায় আড়পাড়া থেকে সিংড়াগামী একটি গ্রামবাংলার সঙ্গে বিপরীত দিক থেকে আসা নসিমনের সংঘর্ষ হয়। এ সময় নসিমনের যাত্রী সোহরাব মণ্ডল ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় শালিখা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান এসআই।