মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-
মাগুরা সদর উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী শনিবার বিকেলে সদর উপজেলার গাবতলা বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় বেরইল পলিতা ইউনয়ন একাদশ কুচিয়ামোড়া ইউনিয়ন একাদশকে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে।
বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বীরেন শিকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খন্দকার আজিম উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী, অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিবসহ অন্যরা।
৩০ জুলাই সোমবার আলোকদিয়া স্কুল মাঠে বগিয়া ইউনিয়ন বনাম কছুন্দি ইউনিয়ন দলের খেলা অনুষ্ঠিত হবে।