মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখা উপজেলার বাহির মল্লিক খাল পাড় থেকে আব্বাস হোসেন (৩০) নামে এক নসিমন চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে শালিখা থানা পুলিশ। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, সোমবার সকাল ৭ টার দিকে উপজেলার বাহির মল্লিক খালের পাড়ে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
পুলিশ ঘটনাস্থল থেকে আব্বাসের লাশ উদ্ধার করে। নিহত আব্বাস শতখালী গ্রামের গোলাম রসুলের মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়িতেই থাকতেন। তিনি যশোর জেলার বাঘার পাড়া উপজেলার দুপখালী গ্রামের মৃত মান্দার মোল্লার ছেলে।
পুলিশ ধারণা করছে কেউ তাকে অন্য জায়গায় হত্যা করে এ স্থানে ফেলে গেছে বলে।