মাগুরানিউজ.কমঃ
জেলার ৫ হাজার কৃষক এবার শীতকালীন সবজি চাষ করে সাবলম্বী হয়েছে। সবজির বাম্পার ফলনও হয়েছে। চলতি মৌসুমে জেলায় ১০ কোটি টাকা মূল্যের সবজি উত্পাদন হয়েছে। উত্পাদিত সবজি মাগুরা জেলার চাহিদা মিটিয়ে ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রির উদ্দেশে পাঠনো হচ্ছে।
মাগুরার শিবরামপুর, নড়িহাটি, লক্ষ্মিকান্দর, রামনগর, কালিনগর, হাজরাতলা, বাকডাঙ্গা, বারইপাড়া, আড়াইসাত প্রভৃতি গ্রামে ফুল কপি, বাধা কপি, গোল আলু, পেপে, বেগুনসহ নানা ধরনের শীতকালীন সবজি বাণিজ্যিক ভিত্তিতে চাষ হয়েছে।
এ সমস্ত এলাকা থেকে প্রতিদিন ৫ থেকে ১০ ট্রাক সবজি ঢাকা-বরিশালসহ বিভিন্ন জেলায় চালান দেয়া হচ্ছে।
সবজি চাষে লাভ বেশি এবং খরচ কম বলে কৃষকরা এই চাষে ঝুঁকে পড়েছে।
বাজারে এই সমস্ত সবজির ব্যাপক যোগান থাকায় দামও কিছুটা কম। যার কারণে ক্রেতারা পছন্দমত সবজি কিনছেন নিয়মিত বাজার থেকে। প্রতিদিন যানবাহনে করে মাগুরার বিভিন্ন পাইকারি বাজারে সবজি যাচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করায় কৃষকরা দিনকে দিন এই চাষে ঝুঁকে পড়ছে।