মাগুরানিউজ.কমঃ
গত ৮ডিসেম্বর ‘মহম্দপুরে ৮ম শ্রেণীতে পড়ুয়ার বিয়ের আয়োজন’ শিরোনামে ‘মাগুরা নিউজ’-এ একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি মাগুরাবাসী সহ দেশবাসীকে চিন্তায় ফেলে দেয়। অনেকই ফোন করে জানতে চান বিয়ে কি বন্ধ হলো? একই অবস্থা চলতে থাকলে আজ ‘আগামীকাল শুক্রবার মাগুরার সঞ্চিতার বিয়ে!’ শিরোনামে আবারো সংবাদ প্রকাশিত হয়।
সম্প্রতি মাগুরাতে বাল্যবিবাহ ও কিশোরপ্রেম নিয়ে বেশ কিছু ঘটনা ঘটেছে। ‘মাগুরা নিউজ’ প্রতিটি ঘটনা আপনাদেরকে জানাতে চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি আপনাদের মতামত এবং ঘটনাগুলোর মানবিক এবং সামাজিক প্রভাব নিয়ে বিভিন্ন মন্তব্য ও প্রশ্নের উদ্ভব হয়েছে যা নিরশনে সরকারের সহযোগীতা কামনা করে কতৃপক্ষের নিকট বিনীত আবেদন করে। আসলে বিয়ের বয়স কত হওয়া উচিত?। সরকার এ ব্যাপারে দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহন করায় মাগুরা নিউজের অভিনন্দন।
মেয়েদের বিয়ের বয়স আসলে কতো হওয়া উচিত? ১৬ বছর, ২০ বছর, না-কি ১৮ বছরই সঠিক এনিয়ে এবার প্রতিষ্ঠানিকভাবে গবেষণার পরামর্শ দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বিকালে সংসদ সচিবালয়ে কমিটির বৈঠকে এই পরামর্শ দেয়া হয়।
রেবেকা মমিনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী মেহের আফরোজ, মোহাম্মদ সিরাজুল আকবর, মোছা. মাহাবুব আরা বেগম গিনি, নাসরিন জাহান রত্না, মনোয়ারা বেগম ও ফজিলাতুন নেসা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে ফোর্স ম্যারেজ, বিয়ের বয়স, সস্তান ধারণের অধিকার ইত্যাদি বিষয়ে একটি মানসম্মত গবেষণা প্রতিষ্ঠান দিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগকে দায়িত্ব দেয়া হয়েছে।
এই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজকে প্রতিটি জেলার তৃণমূল পর্যায় থেকে গুনগত ও পরিমানগত তথ্য সংগ্রহ করে একটি গ্রহণযোগ্য ও মানসম্মত গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেয়া হয়।
আর সঞ্চিতার বিয়ের কি হয় তা দেখবার জন্যে আমাদেরকে অপেক্ষা করতে হবে আরো কয়েকটি ঘণ্টা।