মাগুরানিউজ.কমঃ
ফরমালিনমুক্ত বাজার সৃষ্টির লক্ষে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে আজ মাগুরাতে মৎস বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হল সচেতনতামূলক সভা
২০১৫ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে মাগুরা সদর উপজেলাকে ফরমালিন মুক্ত ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে জেলা মৎস্য বিভাগ।
রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মৎস্য সংরক্ষণে ফরমালিনের অপব্যবহার রোধে সচেতনতামূলক সভায় এ ঘোষণা দেন আয়োজকরা।
জেলা মৎস্য কর্মকর্তা চন্দ্র শেখর নন্দির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।
সেখানে বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আনু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)আব্দুর রাজ্জাক, সহকারী পুলিশ সুপার সার্কেল সুদর্শন কুমার রায়, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্চিতা রানি কুণ্ডু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তানজিরা রহমান ও মৎস্যজীবীরা।
সভায় ২০১৫ সালের ফেব্রুয়ারির মধ্যে সদর উপজেলার ১৩টি ইউনিয়নের প্রতিটি বাজারকে ফরমালিনমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় আগামী বছরের মধ্যে মাগুরা জেলাকে শতভাগ ফরমালিনমুক্ত করার আশাবাদ ব্যক্ত করা হয়।
বক্তারা ফরমালিন ব্যবহারে ভোক্তা ও মৎস্যজীবীদের শারীরিক ও অর্থনৈতিক ক্ষতির বিষয়ে তুলে ধরেন।