মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার নারায়ণপুর গ্রামের পংকজ বসুর (৫২) হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ সমাবেশও করেন ঐক্য পরিষদের নেতারা।
বিক্ষোভ সমাবেশে নের্তৃবৃন্দ পংকজ বসু হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, মিলন কান্তি দত্ত, মনিন্দ্র কুমার নাথ, অ্যাডভোকেট তাপস পাল প্রমুখ।
মানববন্ধনে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় মাগুরা জেলার মোহম্মদপুর উপজেলার দিনাজপুর ইউনিয়নের নারায়ণপুরের পংকজ বসুকে নৃশংসভাবে হত্যা করা হয়। এখন পর্যন্ত হত্যাকারীদের খুঁজে বের করতে কোনো তৎপরতা দেখতে না পাওয়ায় এই মানববন্ধন।