বিশেষ প্রতিবেদক-
”বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে” এই প্রতিপাদ্যে মাগুরায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস আজ পালিত হয়েছে।
দিনটি পালন উপলক্ষেমাগুরা জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ, অঙ্গ সংগঠন ও
বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে দিনের কর্মসূচি সূচনা করেন। সংসদ সদস্য ড. বীরেন
শিকদারের নেতৃত্বে জেলা আওয়ামীলীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। এরপর আছাদুজ্জামান মিলনায়তনে বঙ্গবন্ধুর জিবনীর উপর আলোচনা সভা অনুষ্টিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহ ও স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝেপুরস্কার বিতরন করা হয়। এর পর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।