মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রাটি শ্রীপুর উপজেলা মিনি স্টেডিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। পরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সাহেদ হাসান টগর, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক সহ-সভাপতি মাহবুব-উর-রহমান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খোন্দকার আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।