মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
মাগুরায় লেখক সৈয়দ নাজমুল হাসানের “ইচ্ছে ঘুড়ি” কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে মাগুরার বৈঠকখানা রেস্টুরেন্টে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন “ইচ্ছে ঘুড়ি” কাব্যগ্রন্থের লেখক সৈয়দ নাজমুল ইসলাম।
লেখকের বন্ধু ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের বিভাগীয় প্রধান মো. কাজী শফিকুল ইসলাম এর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নাকোল ডিগ্রী কলেজের অধ্যাপক মনিরুল হাসান, মাগুরা সদর উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মো. কুতুবউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, সিনিয়র সাংবাদিক আবু বাশার আখন্দ, লেখকের বন্ধু মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের কনসালটেন্ট আলী আজম, নাকোল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. আসাদুল ইসলাম, মাগুরা এজে একাডেমির প্রধান শিক্ষক মো. জহির হোসেন, কবি জিল্লুর রহমান খান, সাংবাদিক জিল্লুর রহমান সাগর প্রমুখ।
এ সময় সাংবাদিক, লেখকের ৯৬ ব্যাচের বন্ধুরা ও সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।