মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার নারায়ণপুর গ্রামে পংকজ বসু (৫২) হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
শনিবার দুপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণপুর গ্রামে বিক্ষোভ সমাবেশ করে। ডা. রবীন বিশ্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহ, পার্থ বিশ্বাস ও কানু তেওয়ারী প্রমুখ।
সমাবেশে একাত্মতা প্রকাশ করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান। তারা দ্রুত এ খুনের সঙ্গে জড়িতদের বিচারের আশ্বাস দেন।
এলাকাবাসী জানান, নারায়ণপুর গ্রামের আক্কাস নামে এক বর্গা চাষির সঙ্গে শুক্রবার দুপুরে জমির মালিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মহম্মদপুর উপজেলা কমিটির নেতা পংকজ বসুর কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে শ্রক্রবার রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে পংকজ বসুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে ৭/৮জন দুর্বৃত্ত। যা তিনি মৃত্যুর আগে পুলিশের কাছে জবানবন্দিতে বলে গেছেন।
তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১১টার দিকে তিনি মারা যান।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে শনিবার দুপুরে ওই গ্রামের বিল্লাল হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।