মহম্মদপুরের নহাটায় শিক্ষকের বেত্রাঘাতে শিক্ষার্থী আহত; পরিস্থিতি সামালাতে পুলিশ

মাগুরানিউজ.কমঃ 

1

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা আরপিপি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ইনামুল হোসেন (১৪) কে বেত দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনিচুর রহমান। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করেছে। 

পরিস্থিতি সামাল দিতে বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় নহাটা তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ বিদ্যালয়ে প্রবেশ করে। এ সময় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে শিক্ষার্থীরা আরো বিক্ষুব্ধ হয়ে পড়লে পুলিশ বিদ্যালয়ের অফিস কক্ষের সামনে অবস্থান নেয়। 

আহত শিক্ষার্থীর ইনামুলের  বাবা ইকতিয়ার হোসেন জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ওই সহকারী প্রধান শিক্ষক আনিচুর রহমান গত শনিবার দশম শ্রেণির সব শিক্ষার্থীকে মারধর করেন। আজ আনিচুর রহমান ক্লাসে উপস্থিত হয়ে সব শিক্ষার্থীদের হাত তুলতে বলেন।  ইনামুল বা হাত উঁচু করায় তাকে প্রথমে বেঞ্চের নিয়ে মাথা দিয়ে দাঁড় করিয়ে বেত্রাঘাত করা হয়। পরে তাকে লাইব্রেরিতে নিয়ে উপর্যুপরি বেত্রাঘাতে গুরুতর আহত করা হয়। 

ইনামুল বিদ্যালয়ের গত ক্রীড়ানুষ্ঠান চলাকালে হাত ভেঙে যাওয়ায় সে ডান হাত দিয়ে কোনো কাজ করতে পারে না তাই সে ক্লাসে বা হাত উঁচু করেছিল। 

স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ঘটনার সঠিক তদন্ত করে মঙ্গলবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসে ছাত্রছাত্রীরা তাদের বিক্ষোভ তুলে নেয়। আহত ইনামুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: