মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরের ভায়নামোড়ে ইজিবাইকের চাপায় রেজাউল ইসলাম (২২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত রেজাউল মাগুরা সদর উপজেলার নরসিংহাট্টি গ্রামের ইয়াকুব শেখের ছেলে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ভায়না মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ইজিবাইক চালক সাইড দিয়ে গিয়ে পাশের ভ্যানকে চাপা দিলে চালক রেজাউল আহত হয়। আহত অবস্থায় রেজাউলকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।
পুলিশ ইজিবাইক চালক তরিকুল ইসলামকে আটক করেছ।