মাগুরা নিউজ.কম:
এবারের বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে আর ওঠা হলো না বিশ্ব চ্যাম্পিয়নদের। চার্লস আরঙ্গুইজের করা গোল স্পেনের বিদায়ের সুর বাজিয়ে পরবর্তী রাউন্ডে উঠে গেল চিলি।
এবারের বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে আর ওঠা হলো না বিশ্ব চ্যাম্পিয়নদের। চার্লস আরঙ্গুইজের করা গোল স্পেনের বিদায়ের সুর বাজিয়ে পরবর্তী রাউন্ডে উঠে গেল চিলি। বুধবার রাতে রিওডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে স্প্যানিশদের জালেদ্বিতীয়বারের মতো বল পাঠিয়ে দূরত্বটা আরও বাড়ালেন চিলির চার্লস আরঙ্গুইজ।
খেলার মাত্র ২০ মিনিটের মাথায় স্প্যানিশদের পরবর্তী রাউন্ডে খেলার স্বপ্ন অনেকটা অসম্ভব করে প্রথম গোল উদযাপন করেন এদুয়ার্দো ভারগাস। আলেক্স সানচেজের বাড়িয়ে দেওয়া বল পেরেকের মতো তিনি ঠুকে দেন স্প্যানিশদের জালে। আর তাতে স্প্যানিশদের হতাশায় ডুবিয়ে প্রথমবারের মতো চরম উল্লাসে মেতে ওঠে চিলি।
ম্যাচের মাত্র দুই মিনিটের মাথায় সানচেজ ম্যাচের ও চিলির পক্ষে প্রথম কর্নার কিক করেন। পরবর্তী মিনিটে স্পেনের অ্যাজপিলিকুয়েটা ফাউল করেন। ১১ মিনিটে অফসাইডের ফাঁদে পা দেন চিলির ইসলা।