মাগুরা নিউজ.কম:মাগুরা জেলার বিনোদপুর বাজারে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার চারটি মোটর সাইকেল উদ্ধার করেছে ডিবি পুলিশ। মাগুরা ডিবি পুলিশের এএসআই আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যায় বিনোদপুর বাজার থেকে চারটি মোটর সাইকেল আটক করা হয়। আটককৃত মোটর সাইকেল হল একটি এফজেড, একটি এপাচি, একটি পালছার ও একটি হাংঙ্ক। আটককৃত গাড়িগুলোর কোন কাগজ পত্র পাওয়া যায়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি ফেলে চালকরা পালিয়ে যায়।