মাগুরানিউজ.কম:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মাগুরায় এলজিইডির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় এলজিইডি মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন এলজিইডির যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাগুরার নির্বাহী প্রকৌশলী মীর্জা মো. ইফতেখার আলী।
আয়োজকরা জানান- স্বাধীনতার মহান স্থপতি ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে বঙ্গবন্ধুর মহান কীর্তি সম্পর্কে নতুন প্রজন্ম জ্ঞান লাভে উদ্বুদ্ধ হবে।
এখান থেকে বিজয়ী তিনজন ঢাকায় জাতীয়ভাবে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমন্বয় করেন এলজিইডি মাগুরার সমাজ বিজ্ঞানী খন্দকার মোস্তাফিজুর রহমান।