মাগুরানিউজ.কমঃ
সম্প্রতি যুক্তরাজ্যের নরউইচ ক্যাসেল মিউজিয়াম সাড়ে তিন হাজার বছরের একটি পুরনো ছুরি ক্রয় করেছে ৩৭ লাখ টাকায়। ক্রয়ের পূর্বে এটি এক কৃষক ১২ বছর যাবত তার ঘরের দরজা আটকাতে ব্যবহার করে আসছিলেন।
যুক্তরাজ্যের পূর্ব রুদহামে ২০০২ সালে এক কৃষক তার চাষের জমিতে এটি খুঁজে পান। তবে তিনি এই অমূল্য সম্পদ সম্পর্কে অজ্ঞ ছিলেন। এক দশকেরও বেশি সময় যাবত ওই কৃষক পরিবারটি এটিকে তাদের ঘরের দরজা আটকাতে ব্যবহার করে আসছিলেন। ওই কৃষক ছুরিটি ফেলে দিতে চাইলে তার এক বন্ধু এটিকে প্রত্নতাত্বিকের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর কৃষক এর মূল্য অনুধাবন করতে পারেন। তিনি এটিকে ৩৭ লাখ টাকায় বিক্রি করে দেন এবং এটি এখন নরউইচ ক্যাসেল যাদুঘরে প্রদর্শিত হচ্ছে।
ঐতিহাসিকরা বলেছেন, এরকম ছুরি এর আগে ফ্রান্স এবং হল্যান্ডে পাওয়া গেছে।