মাগুরানিউজ.কম:
জার্মানির একনিষ্ঠ সমর্থক আমজাদ হোসেন সময়ের আলোচিত ব্যক্তি। জার্মানির ৩.৫ কিলোমিটার পতাকা বানিয়ে এখন তিনি আলোচনায়। তার পাতাকাটি স্থান করে নিয়েছে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে। শুধু তাই নয়, আমজাদ হোসেনের পতাকা নিয়ে জার্মানির বেশ কয়েকটি সংবাদ মাধ্যমও খবর প্রকাশ করেছে। এমনকি জার্মান ফুটবল ফেডারেশনও তাদের ওয়েবসাইটে আমজাদকে নিয়ে সংবাদ পরিবেশন করেছে।
ফিফার ওয়েবসাইটে ল্যাটেস্ট ফটো গ্যালারিতে স্থান পেয়েছে আমজাদ হোসেনের পতাকা। ফিফা ছবিটি এএফপি থেকে সংগ্রহ করেছে। আর এএফপি জার্মানির ঢাকার দূতাবাসের ওয়েবসাইড থেকে সংগ্রহ করেছে। ছবিটির নিচে সংক্ষেপে আমজাদ হোসেনের পতাকার বিষয়টি তুলে ধরা হয়।
অন্যদিকে জার্মানি ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ‘দ্যা লংগেস্ট ফ্লাগ ইন দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে খবর প্রকাশ করেছে। সেখানে তারা আমজাদ হোসেন ও তার পতাকার বিস্তারিত বর্ণনা তুলে ধরেছে।