স্পোর্টস ডেস্কঃ ব্রাজিলে শুরু হওয়া বিশ্বকাপ ফুটবলের ২০তম আসরের ২য় রাউন্ড বা নকআউট পর্বের শেষ দিনে আজ ১ জুলাই মঙ্গলবার ২টি খেলা অনুষ্ঠিত হবে। সাও পাওলোতে বাংলাদেশ সময় রাত ১০টায় দিনের প্রথম ম্যাচে এবারের আসরের অন্যতম শিরোপা প্রত্যাশি ও টপ ফেভারিট আর্জেন্টিনার মোকাবেলা করবে সুইজারল্যান্ড। এছাড়া সালভাদরে দিনের ২য় ও শেষ ম্যাচে রাত ২টায় বেলজিয়ামের মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র। এ দুটি খেলার মধ্যদিয়েই আজ শেষ হচ্ছে এবারের বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের লড়াই। ফলে আগামীকাল বুধ ও পরদিন বৃহস্পতিবার বিশ্বকাপের রিজার্ভ ডে। ফলে এ ২দিন কোন খেলা নেই। তার পর দিন শুক্রবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল বা শেষ ৮ এর লড়াই। এদিকে সুইজারল্যান্ড কোচ ওটমার হিজফিল্ড বলেছেন, ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনাকে ছড়ে কথা বলবে না তার দল। এ জন্য তার দলের খেলার ধরনে কোন পরিবর্তন আনা হবে না এবং যে কোন কিছুই সম্ভব বলেও বিশ্বাস করেন তিনি। ব্রাজিল বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা এবং সাও পাওলোতে মঙ্গলবার শেষ ষোলর ম্যাচে সুইজারল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিতে চাইবে বলে ধারণা করা হচ্ছে। আর সুইজারল্যান্ডের বিশ্বকাপ মিশন শেষ হওয়ার সাথে সাথে ৬৫ বছর বয়সী হিজফিল্ডও তার বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারের ইতি টানবেন। তবে খালি হাতে দেশে ফিরতে চাননা এ জার্মান। বিখ্যাত এরেনা ডি সাও পাওলোতে জয় দিয়ে সেমিফাইনালে উঠতে চান তিনি। কোচ হিসেবে যোগদানের পর সুইস দলকে যে মনোভাব নিয়ে মাঠে খেলিয়েছেন, ঠিক একই মনোভাব নিয়ে এ ম্যাচেও খেলোয়াড়দের মাঠে দেখতে চান তিনি। তার বিশ্বাস আলেসান্দ্রো সাবেলার দলের বিপক্ষে তার শিষ্যরা অবিশ্বাস্য কিছু ঘটাতে সক্ষম। সুইস ফুটবল এসোসিয়েশনের নিজস্ব ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের সত্যিকারের দর্শনেই আমরা বিশ্বাস রাখব। হিজফিল্ড বলেন, সেটা হচ্ছে আমাদের দলগত সুনাম আমরা সমন্বিতভাবে অক্ষত রাখতে চাই। একই সঙ্গে রক্ষনাত্মক ও আক্রমণাত্মক খেলা আমরা খেলতে চাই। রক্ষন ভাগে বল পেয়েই আক্রমণ রচনা করতে চাই। আমাদের সুযোগ রয়েছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পরিস্কারভাবেই আমরা হিসেবের বাইরে। তবে আমাদের হারানোর যেমন কিছু নেই, তেমনি খুব বেশী অর্জনেরও কিছু নেই। তিনি বলেন, মঙ্গলবার আমরা ইতিহাস রচনা করতে পারি। বৃহত্তর অধ্যায়ে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ সব খেলোয়াড়েরই আছে। এই এক ম্যাচে সব কিছুই সম্ভব বলেও মনে করেন তিনি।
আজ শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩ ইং
loading....
শিরোনাম:
- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ। Magura news
- শ্রীপুরের কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস ইন্তেকাল করেছেন
- শ্রীপুরে করবস্থানের সৌন্দর্য বর্ধনে ফুল ও গাছের চারা রোপণ
- প্রধানমন্ত্রীর জন্মদিন, ৭৭ শিল্পী আঁকবেন ৭৭ প্রতিকৃতি
- "অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে": প্রধানমন্ত্রী
- "মানবাধিকার রক্ষার নামে যেন রাজনৈতিক চাপ সৃষ্টি না হয়"- জাতিসংঘে ভাষণে প্রধানমন্ত্রী। Magura news
- শ্রীপুরে আবু বক্কার সিদ্দিক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে চিংড়ি মাছে জেলি, হাতেনাতে ধরা এক মৎস্য ব্যবসায়ী।
- শ্রীপুরে চিকিৎসার জন্য কবিরাজকে ডেকে নিয়ে কুপিয়ে আহত। Magura news
- "মহামারি প্রতিরোধে বৈশ্বিক সহযোগিতা কাঠামো গড়ুন"- জাতিসংঘে বৈঠকে প্রধানমন্ত্রী