“তারুন্যের বিনিয়োগ,আগামীর উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামি ১১ জুলাই সারাদেশের ন্যায় মাগুরা জেলায় পালিত হবে বিশ্ব জনসংখ্যা দিবস। বিভিন্ন ক্যাটাগরিতে জনসংখ্যা দিবসে ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে সর্বোত্তম কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয়।
এ উপলক্ষে ১১ জুলাই সকাল সাড়ে নটায় জেলা প্রশাসকের দপ্তর থেকে দিবসের শোভাযাত্রা বের করা হবে। সকাল ১০টায় জেলা প্রশাসক মিলনায়তনে দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রিয়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শ্রী বীরেন সিকদার এম পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
চলতি বছর জেলার শ্রেষ্ট প্রতিষ্ঠান ও ব্যাক্তিদের মধ্যে যারা পুরস্কার পাচ্ছেন তারা হলেন, শ্রেষ্ট বেসরকারী সংস্থা এফপিএবি মাগুরা, শ্রেষ্ট পরিবার কল্যাণ পরিদর্শিকা নহাটার মনোয়ারা খাতুন, শ্রেষ্ট পরিবার কল্যাণ সহকারী চাউলিয়ার সেলিনা খাতুন, শ্রেষ্ট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চাউলিয়া, শ্রেষ্ট উপজেলা পরিষদ মাগুরা সদর উপজেলা, শ্রেষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র ম্যাটারনিটি হসপিটাল মাগুরা।