মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশেরে অভ্যন্তরে ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ চেয়ে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন একলাস উদ্দিন ভূঁইয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২১ আগস্ট রিটের আংশিক শুনানিকালে ভারতীয় চ্যানেল সম্প্রচারে সরকারের অনুমোদন আছে কি না, একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অনুমতি এবং এ বিষয়ে রাজস্বের লেনদেন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে হয় কি না তার খোঁজখবর নিয়ে হলফনামা আকারে দাখিল করার আদেশ দিয়ে মঙ্গলবার আবার শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।
এর আগে গত ৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।রিটে ভারতীয় সব চ্যানেল বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারিরও আবেদন করা হয়েছে।
রিটে বিবাদী করা হয়েছে তথ্যমন্ত্রী, তথ্যসচিব ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি)।