
স্পোর্টসডেস্কঃ
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড এখন জার্মানির মিরোস্লাভ ক্লোসার দখলে। ব্রাজিল বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে গোল করে ব্রাজিলেরই সাবেক স্ট্রাইকার রোনালদোর রেকর্ড ভেঙে তিনি এই নতুন রেকর্ড গড়েন।
মঙ্গলবার সেমি-ফাইনালে স্বাগতিকদের নিয়ে জার্মানির ছেলেখেলার ম্যাচে বিশ্বকাপে নিজের ১৬তম গোলটি করেন ক্লোসা।
১৪ গোল নিয়ে ব্রাজিল বিশ্বকাপে খেলতে আসেন ক্লোসা। পর্তুগালের বিপক্ষে প্রথম ম্যাচে দলে জায়গা না পেলেও গ্রুপ পর্বের পরের ম্যাচে ঘানার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই গোল করে রোনালদোকে ছুঁয়ে ফেলেন ৩৬ বছর বয়সী ক্লোসা।
৩ বিশ্বকাপে খেলে ১৫ গোল করেছিলেন রোনালদো। ১৯৯৪ বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে থাকলেও সেবার কোনো ম্যাচ খেলেননি তিনি।
তবে ‘দি ফেনোমেনন’ এর রেকর্ড স্পর্শ করেও সন্তুষ্ট ছিলেন না ক্লোসা। জানিয়ে রেখেছিলেন রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার ইচ্ছার কথা।
বেলো হরিজন্তেতে ২৩তম মিনিটেই ইচ্ছাপূরণ হয় ক্লোসার, গড়েন নতুন ইতিহাস। ডি বক্সের ভেতর থেকে ক্লোসার প্রথম চেষ্টাটি ফিরিয়ে দেন জুলিও সেজার। কিন্তু ফিরতি শট আর ফেরাতে পারেননি তিনি। ক্লোসার ওই রেকর্ড গড়া গোলে ব্যবধান দ্বিগুণ করে জার্মানি।
জাতীয় দলের জার্সিতে ক্লোসার এটা ৭১তম গোল, বিশ্বকাপের মতো জার্মানির ইতিহাসেও সর্বোচ্চ গোলদাতা ক্লোসা।
তাছাড়া ঘানার বিপক্ষে গোলটি দিয়ে বিশ্বকাপের চার আসরে গোল করা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায়ও নাম লিখিয়েছিলেন ক্লোসা। চার বিশ্বকাপে গোল করা অন্য দুই জন হলেন কিংবদন্তি পেলে ও জার্মানির উভে জিলার।