মাগুরানিউজ.কমঃ
ফুল সৌন্দর্যের প্রতীক। ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে কৃত্রিম ফুল ব্যবহার করেন অনেকেই। বিশেষ করে শিশুদের কাছেও কৃত্রিম ফুল খেলনা সাদৃশ্য। আর এদেরকে টার্গেট করেই বেশ কিছুদিন থেকেই মাগুরা শহর ও শহরতলীয় গ্রামে গ্রামে বিক্রি হচ্ছে কৃত্রিম ফুল। বিক্রিও হচ্ছে বেশ।
ফুল বিক্রেতাদের একজন কাবিল হাসান (২২)। কাবিল ৭ বছর ধরে কৃত্রিম ফুল বিক্রি করছেন। আত্রাই উপজেলার জামগ্রামে কাবিলের বাড়ি। বাবা মজিবর রহমান বেঁচে নেই।
কাবিল জানালেন, তিনিসহ তার প্রতিবেশী আরো ৩ জন আলীম (২২), মোমিন (২৩) ও আতা (৩৫) এসেছেন মাগুরাতে কাগজ, কাপড় আর প্লাস্টিকের তৈরি কৃত্রিম ফুল বিক্রি করতে। ৪ জনে মিলে মাগুরা শহরের বাসস্ট্যান্ডপাড়ায় একটি বাসাভাড়া নিয়ে তাদের তৈরি ফুল বিক্রি করছেন।
তাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের ফুল। যাদের মধ্যে প্রতিটি চরকি ফুল ১০ টাকা, কলস ফুল (ছোট-বড়) ২০ টাকা থেকে ৩০ টাকা, প্রতিটি শাপলা ফুল ও সূর্যমুখী ফুল ১০ টাকায় বিক্রি হয়।
কাবিল জানায়, তিনি দৈনিক ৮শ’ থেকে এক হাজার টাকার ফুল বিক্রি করেন । যার অর্ধেকই লাভ থাকে তার। সংসারে রয়েছে মা, ভাই, ভাবি আর ভাতিজা। ভাই কৃষি কাজ করেন। ভাইয়ের অভাবের সংসারে আর্থিক সহযোগিতা করেন তিনি।
তিনি জানান, নিজ বাড়িতে কিংবা বাইরে যেখানেই থাকেন, তারা ফুল তৈরি করেই চলছেন।