মাগুরানিউজ.কমঃ
কলকাতায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র। জাহিদ হোসেন রাজু পরিচালিত ‘মা আমার স্বর্গ’চলচ্চিত্রটি শুক্রবার মুক্তি পাবে বলে কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র প্রসার সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।
মঙ্গলবার চলচ্চিত্রটির পোস্টারের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট সাংবাদিক এম জে আকবর, পরিচালক গৌতম ঘোষ, চলচ্চিত্র তারকা প্রসেনজিৎ, নাট্যব্যক্তিত্ব রুদ্র প্রসাদ সেনগুপ্ত, বাংলাদেশ চলচ্চিত্র প্রসার সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ও সহসভাপতি সুদীপ্তকুমার দাস।
পরিচালক গৌতম ঘোষ বলেন, ‘আজকের এই দিনে বাংলাদেশি চলচ্চিত্র মুক্তি পাওয়ার খবর আসায় সবাইকে ধন্যবাদ জানাই। দু’দেশের চলচ্চিত্র যদি দু’দেশেই মুক্তি না পায় তাহলে কী করে বলব বাংলার চলচ্চিত্র।’
তিনি আরও বলেন, ‘দু’দেশের সরকার রাজি। কিন্তু বাধা আছে। এই শিল্পে যুক্ত মানুষদের মনের পরিবর্তন দরকার। এতে আমাদের লাভ হবে।’
প্রসেনজিৎ বলেন, ‘৭১-এর লড়াই আর সিনেমা দেখানোর লড়াই সব আমরা একসঙ্গেই করছি। আমি এর জন্য লড়ব। আমার বাবা বিশ্বজিৎ স্বাধীনতার পর প্রথম ঢাকায় গিয়ে ‘রক্তাক্ত বাংলা’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। দুই বাংলা মিলিয়ে বিশাল দর্শক। আমরা নিজেরাই প্রতিবন্ধকতা তৈরি করছি। এই ইন্টারনেটের যুগে সিনেমাকে আটকানো যায় না। এতে হচ্ছে আমাদের ব্যবসায়িক ক্ষতি। আমরা তো হিন্দি ছবিকে ভয় পাই না। বাংলাদেশের বন্ধুরা কেন ভারতীয় ছবিকে ভয় পাচ্ছেন?’
সুদীপ্তকুমার দাস বলেন, ‘অনেক বাধা কাটিয়ে আজ আমরা দু’দেশের চলচ্চিত্র মুক্তির ব্যবস্থা করতে পেরেছি। আমরা যখন এই কাজ শুরু করলাম তখন ঢাকায় একটা পক্ষ আমাদের বিরোধিতা করল। কিছু মানুষের মনে এখনও ভারত বিরোধিতা আছে। তাদের মধ্যে দু’একজনের আবার কলকাতায় জন্ম। মাঝে মাঝেই তারা আবার কলকাতায় এসে ছবিতে কাজ করেন। তারাই ভারতীয় ছবির বিরুদ্ধে!’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু চান এই ছবিগুলোর প্রদর্শন হোক, দরজা খুলে যাক। আমরা চাই আমাদের ছবি ও সিনেমা হল নির্মাণে কারিগরি সহযোগিতা করুক কলকাতা। ভাল ছবি তৈরি হোক।’ জি নিউজ বাংলা